বৃষ্টিতে ভিজে খেলার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু

বৃষ্টিতে ভিজে খেলার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃষ্টিতে ভিজে খেলার সময় বজ্রপাতে জামিয়া আক্তার নামে (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামিয়া ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, জামিয়াসহ বেশ কয়েকজন শিশু বাড়ির পাশে বৃষ্টির সময় পতিত জমিতে খেলাধুলা করছিল। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই জামিয়া মারা যায়। আহত হয় আরও দুই শিশু।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুই শিশু চিকিৎসা নিয়ে সুস্থ আছে।