এড. জালাল উদ্দিন খান বাংলাদেশ বার কাউন্সিলে বিপুল ভোটে জয়লাভ

এড. জালাল উদ্দিন খান বাংলাদেশ বার কাউন্সিলে বিপুল ভোটে জয়লাভ

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ গত ২৫ মে, ২০২২ অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল ১৪ টি আসনের মধ্যে ১০ টি আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চল (গ্রুপ-বি) থেকে  সদস্য পদে  এডভোকেট মোঃ জালাল উদ্দিন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন। ত্রিশালের মাটি ও মানুষের এই নেতা ওয়ান ইলেভেনের দুঃসময়ে পরপর দুইবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব (২০১৮ -১৯, ২০১৯ – ২০) অত্যন্ত সুনামের সাথে পালন করেন। ওয়ান ইলেভেনের দুঃসময়ে তিনি দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে দলকে ময়মনসিংহ অঞ্চলে ঐক্যবদ্ধ রেখেছেন এবং নেত্রীর মুক্তির আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন, পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তাও দিয়েছেন। ৭৫ পরবর্তী দুঃসময়ে মোঃ জালাল উদ্দিন খান বাংলাদেশ আওয়ামী যুবলীগকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ঐক্যবদ্ধ করেছেন। তিনি ভবিষ্যতেও এই অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে কাজ করে যেতে চান।