সিলেটে  বন্যা দূর্গতদের মধ্যে টিএমএসএসের শুকনা খাবার বিতরণ

সিলেটে বন্যা দূর্গতদের মধ্যে টিএমএসএসের শুকনা খাবার বিতরণ

BMTV Desk No Comments

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে অপারেশন ৭ সিলেট ডোমেইনের সিলেট জেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম এর নির্দেশক্রমে এবং টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর তত্ত্বাবধানে ৪/৬/২২ তারিখ সিলেট ডোমেইনের সুনামগঞ্জ সদর শাখা ও চিনাকান্দী শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষের মধ্যে শুকনা খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সিলেট ডোমেইনের ২২ টি শাখায় একযোগে বিতরণের উদ্বোধন করা হয়। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর জরুরী নির্দেশে টিএমএসএসের পক্ষে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।তিনি দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন টিএমএসএস যে কোন দূর্যোগের সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে। তিন আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের পেশার প্রতি মনোযোগী হন।সিলেট ডোমেইনের সহকারি ডোমেইন প্রধান মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট জোন প্রধান মোয়াজ্জেম হোসেন,বিয়ানীবাজার জোন প্রধান মোঃ রফিকুল ইসলাম,টিএমএসএসের প্রশাসন বিভাগের কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান,সকল অঞ্চল প্রধান ও সকল শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে ২২টি শাখার প্রত্যেক শাখার অধীন সুবিধাভোগী ২০০জন করে মোট ৪৪০০ জনকে ৪৪০০প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে শুকনা খাবার, মুড়ি ও টিএমএসএসের মম পানির বোতল রয়েছে। টিএমএসএসের শুকনা খাবার বিতরণ সংক্রান্ত খোঁজ খবর রেখে তদারকি করেছেন পরিচালক হেম মোঃ মাহাবুব রহমান ।সিলেটে বিভিন্ন বণ্যা দূর্গত এলাকার মানুষের মধ্যে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব সময় নিজে উপস্থিত থেকে বিতরণ করেন ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।