ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৪

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২৪ ঘন্টায়   ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন গাঙ্গিনারপাড় রেখা বস্ত্রালয়ের সামনে ফুটপাতের উপর হতে নিয়মিত মামলার আসামী  আল আমীন(২৫). পিতা-নজরুল ইসলাম ওরফে রুহুল, সাং-আতুয়া জঙ্গল, থানা- হালুয়াঘাট, এ/পি সাং-মালগুদাম (উত্তম এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই(নিঃ)শারমিন জাহান শাম্মী, এসআই(নিঃ) সোহেল রানা, এসআই(নিঃ)ফারুক আহমেদ, এসআই(নিঃ) রাশেদুল ইসলাম, এএসআই(নিঃ) হযরত আলী, এএসআই(নিঃ)মঞ্জুরুল হক প্রত্যেকে মিলিয়া মোট ০৮টি জিআর বডি তামিল এবং এএসআই(নিঃ)হযরত আলী, এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ, এএসআই(নিঃ) আজিজুল হক, এএসআই(নিঃ) মিজানুর রহমান, এসআই(নিঃ) সোহেল রানা প্রত্যেকে মিলিয়া মোট ০৫টি সিআর বডি তামিল করেন।

জিআর বডি ৮জন হলেন আকুয়া মাদ্রাসা কোয়াটার মোঃ আরিফ হোসেন, মোঃ আলমঙ্গীর হোসেন (২৮),উজান ঘাগড়ার মোঃ শহিদুল্লাহ,আকুয়া চুকাইতলা বড়বাড়ীর মোঃ রাব্বি (১৮), সেহড়া চামড়া গোদাম(পুরবী সিনেমা হলের বিপরীত পার্শ্বে) নিরব (১৬), চর ভবানীপুরের (চর ভবানীপুর পূর্বপাড়া) সুরেশ রবিদাস, উজান ঘাগড়া কাদির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ শিরিন আক্তার,পাটগুদাম রোডের মাহাবুব রহমান,

সিআর বডি ৫জন হলেন চর কালীবাড়ী লালকুঠির দরবার শরীফ (উজির মোল্লার বাড়ীর পাশে), মোঃ রাজু আহম্মেদ (৩০) পয়েস্তি তারাপুর, মোঃ হারুন ও মোঃ সেলিম মিয়া ও মোঃ জলিল মিয়া, পারাইল, পোঃ পাজলার চর মোঃ নাজমুল ইসলাম।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার