শিশুর কামড়ে বিষধর সাপের মৃত্যু

শিশুর কামড়ে বিষধর সাপের মৃত্যু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ। কিন্তু মানুষের কামড়ে সাপের মৃত্যু হয় এ ধরনের ঘটনা সচরাচর খুব একটা শোনা যায়নি। শিশুর কামড়ে একটি বিষধর সাপের মৃত্যু হয়েছে- এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলায়।

১৬ মাসের শিশু জান্নাতুল ফেরদৌস। খেলার ছলেই হঠাৎ ঘরের মধ্যে খাটের নিচে ঢুকে যায় সে। এ সময় বেরিয়ে আসে একটি বিষধর সাপ। তখন সে সাপটিকে ধরে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। এতে মারা যায় সাপটি। পরে পরিবারের সদস্যরা জান্নাতুল ফেরদৌসকে খাটের নিচ থেকে খোঁজে পায়। এসময় তারা দেখেন- শিশুটির পাশে একটি মৃত সাপ পড়ে আছে। দ্রুত সাপসহ জান্নাতুলকে হাসপাতালে নিয়ে যান তারা।
মঙ্গলবার (৭ জুন) সকালে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে আশ্চর্যজনক এ ঘটনা ঘটে। জান্নাতুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
শিশুটির মা বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স ১৬ মাস। সকালে চাচাতো ভাইয়ের সঙ্গে ঘরের মধ্যে সে খেলছিল। এ সময় খাটের নিচে চলে গেলে একটি সাপের বাচ্চাকে ধরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটির মারা যায়। আমার মেয়ে ও তার চাচাতো ভাইকেসহ সাপটি নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাই।

তিনি আরও বলেন, খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতবাক হয়েছি। যদি আমার মেয়েকে কামড় দিত, তাহলে বড় কোনো ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়েছেন।

তবে কোন প্রজাতির সাপ এটি, তা চিহ্নিত করতে পারেননি তারা। প্রতিবেশীরা তাদের বলেছেন, এটা বিষধর সাপের বাচ্চা হতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মৃত সাপের একটি বাচ্চাসহ শিশু জান্নাতুলকে নিয়ে আসে পরিবারের সদস্যরা। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শিশু ওয়ার্ডে রেখেছি। তবে কী সাপ ছিল, সেটা চিহ্নিত করা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটিকে প্রায় তিন ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপটি শিশুকে দংশন করলে বিষক্রিয়ার কোনো প্রতিক্রিয়া দেখা যেত। শিশুটি সুস্থ থাকায় বাড়ি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হতে পারে শিশুটি সাপের শ্বাসনালিতে কামড় দিয়েছিল। এ কারণেই মৃত্যু হয়েছে। সাপের নাম চিহ্নিত করা যায়নি। তবে বিষধর সাপের বাচ্চা ছিল, এটা নিশ্চিত