পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার)।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম, সেবা), জেলা পরিষেদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রমূখ।