স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার)।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম, সেবা), জেলা পরিষেদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রমূখ।