You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪দিনব্যাপী ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। এ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত সাংবাদিকগনের ওরিয়েন্টেশন কর্মশালা সিভিল অফিসের হলরুমে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাল,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন ইপিআই এর জেলা কর্মকর্তা এমদাদুল হক।
এর বাস্তবায়নে করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
বক্তব্যে জানানো হয় ময়মনসিংহ জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা হচ্ছে ৭ লাখ ৪০ হাজার ৩১৭জন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৮৬ হাজার ৭৭০ জন।মোট জনসংখ্যা হচ্ছে ৫৫ লাখ ৫৫ হাজার ১২৭ জন।
ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ১৪৬ টি ইউনিয়নে ৪৫১ ওয়ার্ডে ৩৬৫৬ টি টিকা কেন্দ্রের মাধ্যমে ৭হাজার ৩১২ জন স্বেচ্ছাসেবক ও প্রথম সারির ৪৫১ এবং দ্বিতীয় সারির ১৪৯ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশন ও ২ টি পৌরসভায় সিভিল সার্জন অফিস এর মাধ্যমে টিকাদানে সহায়তা করা হবে। এছাড়াও জেলার সকল পৌরসভায়ও পৃর্থকভাবে একযুগে এ প্লাস ক্যাম্পেইন টিকাদান চলবে।