বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে ঃ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি ও
বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান। গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে আজ বিকেলে ময়মনসিংহ জেলা সদরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে ব্যার্থ হয়ে তাঁকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে রেখে, সু চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।


ময়মনসিংহ নগরীর নতুন বাজারে শিশু একাডেমী মাঠে জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, অধ্যাপিকা রায়হানা ফারুক,শুক্কুর মাহমুদ,ব্যারিস্টার আবুল হোসেন খান, আখতারুজ্জামান বাচ্চু, এড.,ফাত্তাহ খান,জেলা যুবদল সভাপতি রোকোনুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু,সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, কৃষক দলের আহ্বায়ক লিটন আকন্দ, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন,ছাত্র দলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু রায়হান দাউদ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অযৌক্তিক ভাবে গ্যাসের মুল্য বৃদ্ধি সরকারের ব্যার্থতা ও গণ বিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকারের অব্যাবস্থাপনা,দূর্ণীতি, লুটপাটের কারণে চাল,ডাল,তেলসহ প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে জনদূর্ভোগ ঘন্টায় ঘন্টায় বেড়েই চলবে। লাঘব হবে না। তিনি বলেন, এক দফার আন্দোলন সন্নিকটে। তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির আন্দোলনে সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে।