আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান টিটিআই এর ২০২২ সালের এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়ার টিএমএসএসের টিটিআই মুক্ত মঞ্চে ১১জুন এ বিদায় অনুষ্ঠিত হয়।
টিএমএসএস পরিচালিত টিটিআই এর অধ্যক্ষ জি আর এম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বগুড়ার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিটিআই এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএসের কার্যক্রম ৩ ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ ইকরামুল হক। প্রধান অতিথি মোঃ হযরত আলী বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান। পাশাপাশি সবাইকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য আহবান জানান। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সকল শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলে উত্তীর্ণ হয়ে দেশ ও জাতীয় কল্যাণে কাজ করার জন্য পরামর্শ দেন।পড়া লেখার পাশাপাশি বিভিন্ন সেবা মূলক কাজের সাথে জড়িত থাকতে সবার প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন তোমারা ভালো ফল অর্জন করে নিজের,পরিবারের তথা দেশের মুখ উজ্জ্বল করবে।বিদায় অনুষ্ঠানে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক,শিক্ষার্থী,টিটিআই এর সকল শিক্ষক,শিক্ষার্থী, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,শিক্ষার্থী অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।