বিএমটিভি নিউজ ডেস্কঃ আজ ১৪ জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ফুলবাড়ীয়া উপজেলায় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ”শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদুল করিম সভাপতিত্ব করেন এবং জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, মাননীয় সংসদ সদস্য, ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া)। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ; মোঃ গোলাম কিবরিয়া, মেয়র, পৌরসভা; জনাব মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত); তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা); বীর মুক্তিযোদ্ধা; প্রভাষক; ইউপি চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক শিক্ষিকা, ধর্মীয় ব্যক্তিত্ব, এনজিওকর্মী, ডাক্তার, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা এবং সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ কর্মশালায় শিশু ও নারী বিশেষ করে গর্ভবর্তী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, গুজব, সাম্প্রদায়িকতা, সহিংসতা, ইভটিজিং, ফেসবুক/সোশাল মিডিয়ার অবব্যবহার রোধ, নারীর ক্ষমতায়ন, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু শ্রম, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, করোনা-স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর জীবন যাপন ইত্যাদি বিষয়ভিত্তিক কর্ম-অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।