২৭০টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইটে আলোকিত জয়নুল উদ্যান

২৭০টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইটে আলোকিত জয়নুল উদ্যান

June 16, 2022 100 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জয়নুল উদ্যানের হিমু আড্ডা থেকে জয়নুল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত ২৭০ টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইট উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত এ গার্ডেন লাইটসমূহ আজ সন্ধ্যা ৭ টায় উদ্বোধন করেন মেয়র।

এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক। সন্ধ্যার পর যারা পার্কে আসে তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও নগরের আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।

উল্লেখ্য, রাত্রীকালীন জয়নুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে ইতোমধ্যে পোলসহ দৃষ্টিনন্দন এলইডি লাইট স্থাপন করা হয়েছে। পার্কের সৌন্দর্যবর্ধনে অন্যান্য আরও পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক