স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর ভবানীপুর এলাকা হতে অন্যান্য মামলার আসামী নান্দাইল থানার বাটআলী বিলপাড়ের মোঃ আব্দুর রহমান(২৪)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা পুরাতন মামলার আসামী -থানার ঘাট এলাকার মিন্টু মিয়া (২৩) ও পাটগুদাম র্যালীর মোড়ের যুবরাজ(২২)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর বড়বিলা এলাকা হইতে চুরি পুরাতন আসামী জামালপুর সদরের দমদমের আনোয়ার হোসেন(২০), এপি সাং-চর বড়বিলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস হতে ননএফআইআর প্রশিকিশনের আসামী শেরপুর ঝিনাইগাতীর হলদী ভাটার মোঃ হাসান আলী (২৪), এপি-আকুয়া মড়লপাড়া, , থানা- কোতোয়ালী, ময়মনসিংহ, কোতোয়ালীর ঢোলাদিয়া সালেহা মার্কেট, শরিফুল ইসলাম (২৬) ও গনেশ্যামপুর অলিউল্লাহ মারুফ জনি (৩০)কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) মাসুম রানা এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার কেওয়াটখালী হাক্কানী মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে ননএফআইআর প্রশিকিশনের আসামী কেওয়াটখালীর আসলাম (৩৮),কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)আনোয়ার হোসেন, এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এবং এএসআই (নিঃ) রেজাউল করিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা ও ০২ টি জিআর বডি তামিল করা হয়।
জিআর সাজাপ্রাপ্ত উত্তর দাপুনিয়ার মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ, জিআর বডি ২জন গোষ্ঠা উত্তরপাড়ার মাসিদুল ইসলাম ওরফে নাইম,ও আব্দুল্লাহপুর রিশিপাড়ার ময়না রিশি, স্বামী-শিবেন্দ্র রিশিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।