You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও পৌরসভায় বিভিন্ন এলাকায় অবস্থিত ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমানের ভ্রাম্যমান আদালত এসব জরিমানা করেন। জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকা, ল্যাবে ডাক্তার ছাড়া পরিক্ষার রির্পোট তৈরীর অপরাধে ৬ প্রতিষ্টানকে জরিমানা করা হয়। এছাড়াও সরকারী নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরচালনা করে আসছিল উল্লেখিত ৬ প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন মানিক ও ডাঃ দেলোয়ার হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান বলেন অপচিকিৎসা বন্ধে এ অভিযান চলবে।