পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের অধীন নাটোর জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে একদিনব্যাপী কর্মশালা ১৭/৬/২২ তারিখ নাটোর ডোমেইন অফিসের ট্রেনিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাটোর জোনের জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন অপারেশন-১১,নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএসের নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার ও নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।কর্মশালায় টিএমএসএস-এর কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের প্রতি আহবান জানান ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি ট্রেনিংয়ে স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় নাটোর জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৭টি শাখার ২৩ জন মাঠ কর্মী অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে ব্যাগ ও উপকরণ বিতরণ করা হয়।