সিলেটে দুই মাজার জিয়ারত করে বন্যার্তদের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সিলেটে দুই মাজার জিয়ারত করে বন্যার্তদের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেছেন। এসময় বন্যা কবলিত এলাকার জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছে অপরাহ্নে প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র:) এর মাজার পরিদর্শন করেন। তিনি সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।