দিনের আলোর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে  বিদ্যুৎ, জ্বালানী সাশ্রয়ের প্রস্তাব অধ্যাপিকা ড.হোসনে আরার

দিনের আলোর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানী সাশ্রয়ের প্রস্তাব অধ্যাপিকা ড.হোসনে আরার

BMTV Desk No Comments

 পাবনা থেকে আঃ খালেক পিভিএম।।   উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়া নাইট্রোজেন ফ্রেমওয়ার্ক পলিসি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় দেশে প্রাইভেট সেক্টরের পরিবেশ ভাবনা সংক্রান্ত বক্তব্য দেন। সাউথ এশিয়া কো-অপারেটিভ ইনভায়রনমেন্ট প্রোগ্রাম আয়োজিত ঢাকা প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২২ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম কর্মশালায় জনবহুল বাংলাদেশের নদী-নালা,বিলগাড়ী,হাওর-বাঁওড়,দিঘী,নালা,পুকুরে পর্যাপ্ত জলেশ্বরী ও উপাদেয় এ্যাকোয়াটিক বায়োমাসকে জৈব সারে রূপান্তর করে কেমিক্যাল ফার্টিলাইজারের উপর নির্ভরশীলতা হ্রাসকল্পে সরকার কর্তৃক সক্রিয় কার্যক্রম গ্রহণ করার প্রস্তাব দেন।দিনের আলোর ব্যবহার বৃদ্ধিতে হাট, বাজার, বিপণন কার্যক্রমের সময়সীমা রাত্রি ৮টা পর্যন্ত নির্ধারণ করতঃ বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল হিসাবে ফসিল ফুয়েল ব্যবহার কার্বন ও নাইট্রোজেন বৃদ্ধি না করা।তেমনি অফিস সময়সীমা ৯টা থেকে ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ সহ অফিসার ভিত্তিক ভিকেল বন্ধ করে শ্রেণি নির্বিশেষে যৌথ পরিবহন ব্যবস্থা চালু করে জ্বালানী সাশ্রয় ও যানজট হ্রাসকরণে সক্রিয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। উপযুক্ত প্র্যাকটিশনার, রিসার্চার,একাডেমিসিয়ান গবেষকগণের সমন্বয়ে পরিবেশ পলিসি তথা নাইট্রোজেন পলিসি প্রণয়নের সুপারিশ করেন। তিনি কৃষক ও অনুশীলকগণের প্রাকৃতিক শিক্ষাকে আমলে নেওয়ার জন্য জোর তাগিদ দেন।পরিবেশ প্রতিবেশ পরিচ্ছন্ন করার জন্য অ-আন্তরিক আমলা অফিসারগণের মস্তিষ্ক ও হৃদয়ের পরিবেশ মানব বান্ধব হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LATEST POSTS