ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ১১জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বলাশপুর কেওয়াটখালী রোড়স্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন ১০৩নং ঘর, মোঃ রবিন রহমান (২৮),কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে কটি সিলভার রঙের সুইচ গিয়ার চাকু, যার খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ০৭.৫(সাত দশমিক পাঁচ) সেন্টিমিটার, বন্ধ অবস্থায় অনুমান ০৪(চার) সেন্টিমিটার, যার গায়ে (একটি রিভলবার একটি তলোয়ার) খচিত লোগো চিহ্নিত উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আকুয়া বোর্ডঘরস্থ আকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সিদ্দিক মিয়া (৫২), ও সমোঃ সজল (২৭), উভয় সাং-চৈত্রকোল, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, আবুল সকালাম আজাদ (৪০) সাং-বিষ্ণুপুর বেপারীবাড়ী, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুরদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হতে নেশা জাতীয় ৬০(ষাট)পিস এমপুল BUPRENARPHINE HYDROCHLORIDE যুক্ত CUPIGESIC নামীয় ইকজেকশন যাহার প্রত্যেক এমপুলে ২ml করে মোট (৬০x২)=১২০ ml উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মহারাজা রোডস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম এর মুদির দোকানের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী চর কালীবাড়ী ময়লাকান্দা, (ব্র্যাক অফিসের বিপরীতে) মোঃ রুহুল (২৪)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে ১৫(পনের)পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১.৫(এক দশমিক পাঁচ) গ্রাম উদ্ধার করা হয়। ইহা ছাড়াও এসআই তাইজুল ইসলাম এবং এএসআই (নিঃ) জামাল ১টি করে জিআর এবং এসআই হারুন, উজ্জল সাহা, অসীম কুমার দাস ও এএসআই সাত্তার ১টি করে সিআর বডি মোট ০২টি জিআর এবং ০৪টি সিআর বডি তামিল করেন।জিআর বডি ২জন হলেন আকাশ(২০), স্থায়ী-গাবরাখালী, (সুলেমান মেম্বারের পরিচিত), এপি- ৫৪নং পুরোহিতপাড়া, -কোতোয়ালী, ময়মনসিংহ পান্না বেগম, স্বামীমৃতঃ রুবেল, স্থায়ী-কৃষ্টপুর দৌলতমুন্সী রোড, সাং-কৃষ্টপুর, কোতোয়ালী, ময়মনসিংহ সিআর বডি ৪জন হলেন মোঃ ইকবাল হোসেন, সাং-কশাইবাড়ী, ময়মনসিংহ সদর, মোঃ আলতাফ হোসেন(৩৮), সাং-বিসমিল্লাহ ম্যাট এন্ড কার্পেট হাউজ, ৯১নং ওল্ড পুলিশ ক্লাব রোড মোড় (টিপটিপ কনফেকশনারীর বিপরীতে, গাঙ্গিনারপাড়), থানা-ময়মনসিংহ সদর সাইফুল ইসলাম, সাং-কালিকাপুর -কোতোয়ালী, -ময়মনসিংহ ৪। শহিদুল ইসলাম, পিতামৃতঃ আঃ গফুর, সাং-কালিকাপুর, -কোতোয়ালী, ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার