উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট জেলার বার্ষিক জেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম আনসার-ভিডিপির উদ্দ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠনের দিক নির্দেশনা মূলক ও গুরুত্ব পূর্ণ বক্তব্য দেন আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস।
তিনি বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্লান্তিলগ্ন থেকে স্বাধিকার আন্দোলন,মহান স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী অর্জিত সাফল্যের ধাবাহিকতায় দৃষ্টান্ত রেখেছে। তিনি আরো বলেন বাহিনীর সদস্যরা তাদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলছে।অনুষ্ঠানে রেঞ্জ পরিচালক বাহিনীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন,দেশে ব্যাপী বিস্তৃত আনসার ভিডিপির প্রায় ৬২ লাখ সদস্যরা গ্রামোন্নয়ন আন্দোলনে সরাসরি সম্পৃক্ত রয়েছে। এসময় তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীরপ্রতীক,লালমণিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আদিতমারী শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আকতার।সমাবেশে স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট,অতিরিক্ত দায়িত্ব ২৮আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক এ এইচ এম সাইফুল্লাহ হাবীব।বার্ষিক কর্মকান্ডের প্রতিবেদন পাঠ করেন আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা মুকুল চন্দ্র দাস ও দলনেত্রী মোছাঃ রূপালী বেগম।সমাবেশে আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান ও বাৎসরিক সাফল্য জনক ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল,শেলাই মেশিন,মোবাইল সেট,ছাতাসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।সমাবেশ লালমনিরহাট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষকগন,সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী ও বিভিন্ন গ্রাম থেকে আগত আনসার কমান্ডার, ভিডিপির গ্রামদলনেতা,দলনেত্রী ও সদস্য সদস্যাবৃন্দসহ ৩০০ শতাধিক ভিডিপি সদস্য,সদস্যা সমাবেশে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম আনসার-ভিডিপির উদ্দ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে ২৩ ও ২৪ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলার বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস কর্তৃক বন্যার্ত আনসার ভিডিপি সদস্যদের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক,উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, চিলমারী উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, উলিপুর উপজেলা প্রশিক্ষিকা জাহানুর ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।ত্রাণ বিতরণকালে পরিচালক মোঃ আব্দুস সামাদ বলেন,আনসার বাহিনী গণ মানুষের বাহিনী, সব সময় সাধারণ মানুষের পাশে থেকেই সেবা দিয়ে থাকে। বাহিনীর মহাপরিচালক তার নিজস্ব তহবিল হতে বন্যার্তদের সাহায্য প্রেরণ করেছেন। ইতোমধ্যে তিনি সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ,নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলার প্রায় সাড়ে চার হাজার বন্যার্ত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বাবদ প্রায় ১৯ লক্ষ টাকা প্রেরণ করেছেন।প্রত্যেক বন্যার্তকে চিড়া, মুড়ি,গুড়,লবন, মোমবাতি,খাবার স্যালাইন,হ্যালোজিন ট্যাবলেট ও দিয়াশলাই বিতরণ করা হচ্ছে।এ সহযোগিতা আমরা আপনাদের নিকট সুষ্ঠুভাবে পৌছি দিচ্ছি। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলায় ৫৮৪জন বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।