ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ১০জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার উজান ঘাঘড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ দিদারুল ইসলামে এর বসতবাড়ীর উঠানে হতে মাদক মামলার আসামী উজান ঘাগড়া তালতলা মোঃ দিদারুল ইসলাম(২৮) কে গ্রেফতার করেন এবং তাহার নিকট হতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০৫(পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার স্বদেশী বাজার রোডস্থ পর্দা মেলা দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী ইসলামবাগ, রেলীর মোড়, খোকন মিয়া (৫৫), কালিবাড়ী গুদারাঘাট, মোঃ বিপ্লব (২৩),কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় মদ, ওজন ৪০ (চল্লিশ) লিটার উদ্ধার করেন।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস এলাকা হইতে চুরি পুরাতন মামলার আসামী কাউনিয়া অষ্টধারের পান্ডাপাড়ার সোহাগ(২৫)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার টাউন ফুলবাড়ীয়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় সরকারী পাকা রাস্তার উপর হতে ননএফআইআর প্রশিকিউশনের আসামী আকুয়া ভাঙ্গাপুল, দেলোয়ার হোসেন প্রান্ত (২৫)কে গ্রেফতার
করেন।
ইহা ছাড়াও এসআই (নিঃ)রাশেদুল ইসলাম এবং এসআই(নিঃ)দিদার আলম এবং এসআই(নিঃ)আরিফুল ইসলাম এবং এএসআই(নিঃ)রুহুল আমিন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ২টি জিআর ও ১ সিআর বডি তামিল করেন। সিআর সাজা বডি ০২জন হলেন কোতোয়ালী আমতলীর মোঃ আল আমীন সিআর বডি ২জন হলেন চর বড়বিলার মোঃ রুবেল মিয়া ও চর হরিপুর আসাদুজ্জামান।জিআর বডি ০১জন হলেন কোতোয়ালী, নিমতলা, মধ্যপাড়া, মোঃ ফারুক(৪৫),।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার