করোনা মোকাবেলায় পুলিশের ভুমিকা প্রশংসনীয়-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্ক

মহামারি করোনাতে মাকে সন্তান ফেলে রেখে চলে গেছে, স্ত্রীকে স্বামী রেখে চলে গেছে, সেখানে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেই জায়গায় পুলিশ যথেষ্ট ভুমিকা পালন করেছে। এটাই জনগণের প্রতি পুলিশের কমিটমেন্ট। করোনা মোকাবেলায় পুলিশের ভুমিকা প্রশংসনীয় ও সম্মানজনক বলে আখ্যায়িত করে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হলে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ জনতার বন্ধু, পুলিশকে বন্ধু হিসেবে দেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল হবে।

মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা, বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, জেলা জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা প্রশাসক ড. মিজানুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, জেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আ.লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, সহ-সভাপতি এড. বিকাশ চন্দ্র রায় প্রমুখ। এ ছাড়াও জেলা-উপজেলা প্রর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বিষয়ে পুলিশের সুফল ভূমিকা নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সেই সাথে জেলা, সিটি কর্পোরেশন এবং উপজেলার প্রতিটি এলাকা ও পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার