দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন- মেয়র

দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন- মেয়র

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  শহরের রাস্তাকে তাই সুরক্ষিত করতে দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল দুর্ঘটনার সংখ্যাও।

এক টুইট বার্তায় তিনি জানান, রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলোকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে বলেও জানান তিনি।
এরিক একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দুই হাজার বাইক দাঁড় করানো। সেই বাইকগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।