বগুড়ায় টিএমএসএস কর্মকর্তাদের সাথে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্মকর্তাদের মতবিনিময়

image

You must need to login..!

Description

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস কর্মকর্তাদের সাথে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্মকর্তাদের এক পযালোচনা ও মতবিনিময় সভা ২৪/০৬/২০২২ তারিখ সন্ধ্যায় টিএমএসএসের মমইন হোটেলে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড ড.প্রকাশ চান্দ সাবো। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ইনসেপশান এন্ড অডিট শাখার ডিজিএম মি. গোপি কৃষ্ণ,চিপ ম্যানেজার যথাক্রমে মি. শিব নিবাস ত্রিবেদী,মি.শ্যাম সুন্দর ও ডিপুটি চিপ অপারেটিং অফিসার গৌরব চক্রবর্তী এবং টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ২ ডাঃ মতিউর রহমান,উপনির্বাহী পরিচসলক ৩ ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশান এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পিএস টু ইডি টি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর কান্ট্রি হেড ড.প্রকাশ চান্দ সাবো বলেন,এ প্রতিষ্ঠান সব সময় টিএমএসএসের বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থেকে সহযোগিতা অব্যহত রাখবে টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম,উপনির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান,উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান ও পরিচালক মোঃ মাহাবুবর রহমান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ কে টিএমএসএস প্রতিষ্ঠানে সহায়তার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

চাঁদপুরে টিএমএসএসের ওয়াটার ক্রেডিট কর্মশালা
টিএমএসএসের চাঁদপুর জোনে নতুন নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার অরগানাইজেশানের অর্থায়নে পরিচালিত ওয়াটার ক্রেডিট কর্মশালা গত ২৪/৬/২২ তারিখ চাঁদপুর জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কর্মশালায় চাঁদপুর জোনের জোন প্রধান সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা বক্তব্য দেন টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম। নতুন নিয়োগপ্রাপ্ত ১৩ জন মাঠকর্মী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালার পাশাপাশি ত্রৈমাসিক সভা কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনসচেতনতামূলক প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য টিএমএসএস বদ্ধপরিকর, সমাজের প্রতিটি মানুষকেই নিজের স্বাস্থ্যকে ভাল রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন। তাই ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন চট্টগ্রাম বিভাগের ওয়াটার ক্রেডিট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ তাজউদ্দিন আহমদ।তিনি বলেন,মানুষ একা ভাল থাকতে পারে না,সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা যায়। তিনি আরো বলেন,”কর্মীরা যদি গ্রুপে ফ্লিপচার্টের মাধ্যমে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করেন তাহলে সমাজের মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। টিএমএসএস,ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সেই সামাজিক সচেতনতার কাজটি করছে।”
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন চাঁদপুর জোন প্রধান সাজ্জাদুর রহমান ও চাঁদপুর অঞ্চল প্রধান মোঃ আঃ খালেক। উক্ত কর্মশালায় জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৩ জন মাঠ কর্মী অংশ নেয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার