You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেয়ায় প্রথমদিনের তুলনায় গতকাল পৌনে এক কোটি টাকা কম টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১২ টায় এই তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এসময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়ে।আগের দিন রোববার ২৪ ঘণ্টায় ২ কোটি ৭৫ লাখ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। নিরবচ্ছিন্নভাবে যান চলাচল করছে। মোটর সাইকেল পারাপার বন্ধ রয়েছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্তে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা ও মাওয়া প্রান্তে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে জাজিরায় ৭ হাজার ৬৬৮টি ও মাওয়ায় ৭ হাজার ৬৬১টি যানবাহন পারাপার হয়।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার গাড়ি পার হয়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ টাকা। প্রথম দিনে মোটর বাইকেরও সেতুতে ওঠায় নিষেধাজ্ঞা ছিল না। ১০০ টাকা টোল দিয়ে বাইক চলাচল করছিল।কিন্তু বিশৃঙ্খলা এবং একটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর সোমবার সকাল ৬টা থেকে মোটর সাইকেলের সেতুতে ওঠা নিষিদ্ধ করা হয়। ফলে গতকাল মোটরসাইকেল বন্ধ থাকায় টোল আদায় কম হয়েছে।
এর আগে উদ্বোধনের পর দিন রোববার সকাল ৬টা থেকে স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।