
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ও গণতন্ত্রের নাট-বল্টু খুলে ফেলেছে। জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রেরে গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। রাষ্ট্রের মালিক জনগণ আজ আওয়ামী দুঃশাসনে অসহায়,নিপীড়িত, নিগৃহিত এবং অধিকারহারা। মানবেতর জীবনযাপন করছে। কিন্তু সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।
তিনি আজ মঙ্গলবার, বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের সম্মেলন এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির দাবীতে ধুরাইল বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধুরাইল দাখিল মাদ্রাসায় সম্মেলন ও সমাবেশের সামিয়ানাসহ আয়োজন থাকলেও প্রশাসন ও আওয়ামী লীগের বাধার কারণে নির্ধারিত স্থানে অনুষ্ঠান করা যায় নাই।উদ্ভূত পরিস্থিতিতে ধুরাইল বাজারে উন্মুক্ত স্থানে সম্মেলন ও সমাবেশ সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করা হয়।
সম্মেলনের পর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে ধুরাইল বাজারে অনুষ্ঠিত সমাবেশে এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় বাতিলের করে বলেন, সরকার তাঁকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, সকল প্রতিষ্ঠান ধ্বংস ও ভোটাধিকার হরণ করে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বন্যার্ত মানুষ খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে। মানুষ যখন চরম দিশেহারা সরকার তখন নিজেদের ব্যার্থতা,দুঃশাসন আড়াল করতে পদ্মা সেতু উদ্বোধনের নামে জনগণের টাকা অপচয় করে উৎসব করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা নয়, সেতু নির্মাণে আওয়ামী সরকারের দুর্নীতি লুটপাটের প্রতিবাদ করছে, সেতু নির্মানে দূর্নীতির কারণে এমন নিম্নমানের কাজ হয়েছে, যে হাতদিয়ে নাট-বল্টু খুলে ফেলা যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের দূর্নীতি লুটপাট পদ্মা সেতুতে উদ্ভাসিত। পদ্মা সেতু দিয়ে আওয়ামী লীগের অপ রাজনীতি,দুঃশাসন,দূর্নীতি,ভোটাধিকার হরণ আড়াল করা যানে না। তিনি নেতাকর্মীসহ জনগণের প্রতি বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির আন্দোলন সফল করার আহবান জানান।
সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, বিএনপি নেতা আব্দুল হামিদ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মফিজ উদ্দিন,আলী মাহমুদ,মওলানা মাহবুব হোসেন,ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবদুল আজিজ খান, মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, জেলা মহিলা দলের সহ সভাপতি মনোয়ারা বেগম ময়না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক রুহুল আমীন খান,সদস্য সচিব আলিমুল ইসলাম, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আকিকুল ইসলাম,কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, এর আগে ধুরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের পৃথক পৃথক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে আনোয়ারুল ইসলামকে সভাপতি ও ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত তাঁতী দলের সম্মেলনে মফিজুল ইসলামকে সভাপতি ও আকিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কমিটি গঠন করা হয়।