You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম ।। প্রাথমিক পর্যায়ে ২৪ হাজার পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে চলছে টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম।সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই ও দুয়ারা বাজার উপজেলার,দিরাই ও দুয়ারা বাজার শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের ৫ম দিনে টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।তিনি গত ২৭ ও ২৮ জুন তারিখ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ও বক্তব্য দেন।অন্যদের মধ্যে টিএমএসএসের জোনাল প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,এরিয়া প্রধান মোঃ আজিজুল হক,শাখা প্রধান মোঃ মোতালেব হোসেন ও মোঃ পিংকু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।মোঃ সোহরাব আলী খান জানান এ এলাকায় যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত টিএমএসএসের পক্ষ থেকে সহায়তা অব্যহত থাকবে।টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান ৫ম দিন ব্যাপি টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন, টিএমএসএস যে কোন দূর্যোগের সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের কর্মকান্ড ও পেশার প্রতি মনোযোগী হন।তিনি বিভিন্ন এলাকা টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।সিলেটের বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।বন্যা দূর্গতদের প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,৫কেজি আলু, ১কেজি মুড়ি, ১কেজি চিড়া, ৫০০ গ্রাম বিস্কুট, মধু ২৫০গ্রাম, ১লিটার মম পানি, ২৫ পিচ খাবার স্যালাইন, মোমবাতি ২ টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে।সিলেট ডোমেইনের বিভিন্ন বন্যা দূর্গত এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করছেন সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।ত্রাণ সামগ্রী বিতরণে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।