গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের পল্লী মিট এ্যান্ড এগ প্লান্ট পরিদর্শন

image

You must need to login..!

Description

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি ।। জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন PACE প্রকল্পের আওতায় স্থাপিত,পল্লী মিট এ্যান্ড এগ”প্লান্ট প্রকল্প ২৮ জুন পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনকালে সংস্থার সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম,পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার,সমন্বয়কারী-কমিউনিকেশন এ্যন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়া উদ্দিন সরদার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফেরদাউস হাসান প্রধানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা নির্বাহী পরিচালকের সাথে উপস্থিতি ছিলেন।প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর যৌথ অর্থায়নে পরিচালিত Promoting Agricultural Commercialization and Enterprise (PACE) Project এর আওতায় “দেশি মুরগির ফর্টিফাইড ডিম ও নিরাপদ মাংসের বাজার উন্নয়ন”উপ-প্রকল্পটি ২০১৮ সাল হতে বগুড়া জেলার সদর ও শাজাহানপুর উপজেলায় বাস্তবায়িত হয়ে আসছে।প্রকল্পের আওতায় উপকারভোগিদের উৎপাদিত নিরাপদ ফর্টিফাইড ডিম ও মুরগির হালাল মাংস প্রসেসিং করে বাজারজাত করার লক্ষ্যে দেশে প্রথম ২০২০ সালে “পল্লী মিট এ্যান্ড এগ”দেশি মুরগির প্রসেসিং প্লান্ট স্থাপন করা হয়েছে,,যা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হালাল সনদপত্র লাভ করেছে।প্রতিষ্ঠানটি বগুড়া জেলার সদর ও শাজাহানপুর উপজেলার প্রান্তিক খামারী কৃষকদের নিকট হতে দেশী গবাদি প্রাণি ও পাখি ক্রয় করে নিরাপদ,স্বাস্থ্যসম্মত ও হালাল উপায়ে জবাই পূর্বক মাংস ও ফর্টিফাইড ডিম বগুড়া শহরে ভোক্তা পর্যায়ে হোম ডেলিভারি ও বিদ্যমান সুপারসপ,হোটেল,রেষ্টরেন্ট ও অনলাইন মার্কেট সহ দেশের বিভিন প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ক্রেতাদেরকে সরবরাহ করে আসছে।পরিদর্শনকালে ড.খন্দকার আলমগীর হোসেন পল্লী মিট এ্যান্ড এগ প্লান্টের উদ্যোক্তা মোঃ সোয়াইব আহম্মেদ এর সাথে কথা বলেন ও প্লান্টের টেকসই উন্নয়ন বিষয় বিবেচনায় নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,ব্যবসায়ী,এনজিও কর্মী,গাক এর বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার