মৌলভীবাজার জেলায় আনসার ভিডিপির ত্রাণ বিতরণ

মৌলভীবাজার জেলায় আনসার ভিডিপির ত্রাণ বিতরণ

BMTV Desk No Comments

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ও ভুকশিমইলের ইউনিয়নের বন্যায় কবলিত বিভিন্ন এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও দূর্গতদের মধ্যে ত্রান বিতরন করেছেন। তিনি ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। এ ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মেহেদী হাসান,মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন,সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান,সিলেট রেঞ্জের সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ জসিম উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম,উপজেলা প্রশিক্ষিকা ছালমা বেগম,উপজেলা প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন,কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষক জাহেদ হোসেন,কাদিপুর ইউনিয়ন দলনেতা সাইদুর রহমান,কাদিপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল মতলিব,হাজীপুর ইউনিয়ন কমান্ডার ইয়াছিন আলী। উপমহাপরিচালক মোঃ আবুল হসান ফরিদী বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা দেশ ও জনগনের সেবা করে আসছে। তিনি আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে অবস্থার মোকাবেলা করবেন। তার নেতৃত্বে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলার মানুষের মধ্যে ত্রান সামগ্রী সুষ্ঠু ভাবে বিতরণ করা হচ্ছে।

LATEST POSTS