বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তা চৌধুরী নির্বাচিত

বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তা চৌধুরী নির্বাচিত

BMTV Desk No Comments

এনায়েতর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, প্রিজাইডিং ও সভাপতির দায়িত্বে সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের আহ্বান জানান। প্রচলিত নিয়ম অনুযায়ী আলোচনা শেষে অভিভাবক সদস্য মোঃ আবু বকর ছিদ্দিক, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তাকে সভাপতি পদে নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম আকন্দ সমর্থন করেন। কোন প্রার্থী না থাকায়, সভাপতি ও প্রধান শিক্ষক সভায় উপস্থিত সদস্যবৃন্দ এই প্রস্তাব সমর্থনের সাথে একমত পোষণ করেন। অত্র বিদ্যালয়ে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা জানান।

সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য দিলয়ারা বেগম, সাধারণ অভিভাবক সদস্য মোঃ আব্দুল লতিফ,মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম বাদল,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ খাদিজা বেগম,দাতা সদস্য মোঃ খোরশেদ আলম ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।