আঃ খালেক পিভিএম ।। সিলেট বিভাগে টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।জেলার ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ,গোয়াইঘাট,খাদিম নগর ও গোলাপগঞ্জ উপজেলার অধীন বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের ষষ্ঠ দিনে টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান নিজে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।তিনি ২৯জুন তারিখে বন্যার্ত ২০০০ হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান।তিনি জানান এ এলাকায় যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি হবে না,ততদিন পর্যন্ত টিএমএসএসের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। তিনি ষষ্ঠ দিন ব্যাপি টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন,টিএমএসএস সব সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের কর্মকান্ড ও পেশার প্রতি মনোযোগী হন।তিনি সিলেট ডোমেইনের বিভিন্ন এলাকায় চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।সিলেটের বিভিন্ন শাখা এলাকার বন্যা দূর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।বন্যা দূর্গতদের প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,৫কেজি আলু,১কেজি মুড়ি,১কেজি চিড়া,৫০০ গ্রাম বিস্কুট, মধু ২৫০ গ্রাম,১লিটার মম পানি,২৫ পিচ খাবার স্যালাইন,মোমবাতি ২টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে।সিলেটের ডোমেইনের বিভিন্ন বণ্যা দূর্গত এলাকার মানুষের মধ্যে ষষ্ঠ দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোনাল প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ রফিকুল ইসলাম,বিভিন্ন শাখা প্রধান,উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।