ঢাকার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে কলেরা টিকাদান ক্যাম্পেইন

ঢাকার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে কলেরা টিকাদান ক্যাম্পেইন

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সন অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত ঢাকার টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল কার্যালয়ে ৩০/০৬/২০২২ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায়“কলেরা টিকাদান ক্যাম্পেইন-২২ অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ১ বছর ও তদূর্ধ্ব বয়সের সকল জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য স্বাস্থ্য অধিদপ্তর হতে আগত ভ্যাকসিন টীম লিডার,বাড়ীর মালিক সমিতির সভাপতি,টিএমএসএসের পরামর্শক,উপ-নির্বাহী পরিচালকদ্বয়,পরিচালক,ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেটিং হেড সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতালে আগত বর্হিরাগত রুগীদেরকে,টিএমএসএস প্রধান কার্যালয়ের স্টাফগণ ও তাদের পরিবারের সদস্যদেরকে কলেরা ভ্যাকসিনের ১ম ডোজ খাওয়ানোর মাধ্যমে কার্যক্রমের যাত্রা শুরু করা হয়েছে। মানুষের মধ্যে ডায়রিয়া ও কলেরা রোগ প্রতিরোধের মাধ্যমে মানব জীবন রক্ষা করতে এ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাসুদা মেটারনিটি হাসপাতালের স্টাফ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,স্থানীয় ব্যক্তি বর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।