You must need to login..!
Description
বিএমটিভি নিউহ ডেস্কঃ
র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই, লিফলেট ও ০১টি মোবাইলসহ ০১জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) এর সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৪, ময়মনসিংহ সিনিঃ এএসপি মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর জানতে পারে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বিন্নাকুড়ি এলাকার জনৈক মোঃ শহীদুল ইসলাম @শহীদুল্লাহ মাস্টার এর ঘরের ভেতরে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ৩১ অক্টোবর রাত সাড়ে ১১টায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী মোঃ শহীদুল ইসলাম (৪৮) @ শহীদুল্লাহ মাস্টার, পিতা- আলহাজ্ব নাজিম উদ্দিন, সাং-বিন্নাকুড়ি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদীবই, লিফলেট ও ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভূদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। উল্লেখিত আসামী নিজেকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়।
উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগা