পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। সিলেট বিভাগে টিএমএসএস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইমামুল কবীর শান্ত প্রতিষ্ঠিত জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান শান্ত মারিয়ম ফাউন্ডেশনের উদ্দোগে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।সিলেট জেলার শাহজালাল ও ওসমানী নগর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার অধীন বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সপ্তম দিনে টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান নিজে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।তিনি ৩০/৬/২২ তারিখ বন্যার্ত ২০০০ হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।সড়ক যোগাযোগ ভালো না থাকায় ট্রলার যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সিলেট ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান।তিনি জানান এ এলাকায় যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হবে,ততদিন টিএমএসএস ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে।তিনি সপ্তম দিনে ত্রাণ বিতরণে দূর্গত মানুষের উদ্দেশ্যে আরো বলেন,টিএমএসএস আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি সবাই কে ধৈর্য্য ধারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিজ নিজ পেশার প্রতি মনোযোগী হওশার পরামর্শ দেন।তিনি সিলেট ডোমেইনের বিভিন্ন এলাকায় চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ৫কেজি চাল,৫কেজি আলু, ১কেজি মুড়ি, ১কেজি চিড়া, ৫০০ গ্রাম বিস্কুট, মধু ২৫০ গ্রাম, ১লিটার মম পানি, ২৫ পিচ খাবার স্যালাইন, মোমবাতি ২টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে।
দূর্গত এলাকার মানুষের মধ্যে সপ্তম দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের তত্ত্বাবধান করছেন সিলেট ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোনাল প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন, এরিয়া প্রধান সেলিম আহমেদ ফকির, এরিয়া প্রধান মোঃ আব্দুস সালাম,শাখা প্রধান মোয়াজ্জেম হোসেন, মোঃ মনির হোসেন, আব্দুল মজিদ, মোঃ ইসমাইল হোসেন ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।