পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর,সংগঠনের সিলেট রেঞ্জ ও সিলেট জেলার নির্দেশনায় এ বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী,ব্যাটালিয়ান আনসার,ভিডিপি ও টিডিপি সদস্যরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকার বন্যার্তদের সহযোগিতায় দিন রাত কাজ করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় সম্প্রতি (২৭/০৬/২০২২ তারিখে) সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের ৬০ জন আনাসার-ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার,জেলা কমান্ড্যান্ট মোঃ এনামুল হক খাঁন সরাসরি নিজে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।এ সময় অন্যদের মধ্যে সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ এনামুল হক,আনসার ভিডিপির দক্ষিন সুরমা উপজেলা কর্মকর্তা তানিয়া লাইজু খানম,উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল বাছিত,উপজেলার কুচাই ইউনিয়নের,ইউনিয়ন দলপতি মোঃ আব্দুল্লাহ আল মামুুন,কামাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একরামুল হক,কামাল বাজার ইউনিয়ন দলনেতা অনিত দাস,ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার লিমন দেব,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা,সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী এর তত্বাবধানে ও সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ এনামুল হক খান এর উপস্থিতিতে সুষ্ঠু ও সুন্দর ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।