পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রংপুর জেলার মাহিগঞ্জ আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি সদস্যদের তিন দিন ব্যাপি মাসরুর চাষের সমাপনী অনুষ্ঠান ২৯/৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালাটি গত ২৭ জুন শুরু হয়ে
২৯-০৬-২২ তারিখ শেষ হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ ডাইরেক্টর মোঃ আব্দুস সামাদ পিভিএমএস। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলার,জেলা কমান্ড্যান্ট অতিরিক্ত দায়িত্ব মোঃ হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।প্রধান অতিথি রেঞ্জ ডাইরেক্টর মোঃ আব্দুস সামাদ তিন দিন ব্যাপী মাসরুর চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সুফল বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি অন্যদের মধ্যে এর সুফল পৌছে দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।কর্মশালায় জেলা পযার্য়ের বিভিন্ন কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে আনসার ভিডিপির সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,প্রশিক্ষক, ইউনিয়ন দলপতি, দলনেত্রী, আনসার ভিডিপির বিভিন্ন সদস্য, গনমান্য ব্যক্তি বর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।