অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে হত্যা চেষ্টার মামলায় ৩০০ জন আসামি

অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে হত্যা চেষ্টার মামলায় ৩০০ জন আসামি

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাহমিদা হক। শনিবার (২ জুলাই) সকালে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন তিনি।
শুক্রবার (১ জুলাই) জুমার নামাজের সময় উত্তরা ৫ নম্বর সেক্টরে ৬/এ রোডের বাসায় গাড়ি প্রবেশ করা নিয়ে নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকীর ওপর হামলা হয়।
রতন সিদ্দিকীর অভিযোগ, জুমার নামাজের সময় ‌একদল মুসল্লি তার এবং তার গাড়িচালকের ওপর হামলা করেছে। এদিকে পুলিশ বলছে, জুমার নামাজের সময় বাসার গেটের সামনে মোটরসাইকেল রাখা ছিল, এতে তার গাড়ি প্রবেশ করতে পারছিল না। এ নিয়ে মুসল্লি এবং রতন সিদ্দিকীর মধ্যে বাগবিতণ্ডা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক রতন সিদ্দিকীর মেয়ে পূর্ণাভা হক সিদ্দিকী ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেন ‘আমার বাবার ওপর আজকে হামলা করা হয় আমাদেরই বাসার সামনে।’
‘শুক্রবার জুমা’র পর আমাদের গেটের সামনে সাম্প্রদায়িক হামলা হয়, আমার বাবাকে ঘুষি দেয়, ধাক্কা দেয়, নাস্তিক মালাউন হিন্দু বলে অকথ্য ভাষায় গালি দেয়, আমার আম্মুকে অশ্লীল ভাষায় গালি দেয়, আমাদের ড্রাইভার এবং দারোয়ানের ওপর হামলা করে।’
আমাদের গাড়ি ঢোকার জন্য দুইবার হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে একজন এসে বলল গাড়ি ঢুকতে দেবে না, যোগ করেন তিনি।
রতন সিদ্দিকীর অভিযোগ, জুমার নামাজের সময় ‌একদল মুসল্লি তার এবং তার গাড়িচালকের ওপর হামলা করেছে। এদিকে পুলিশ বলছে, জুমার নামাজের সময় বাসার গেটের সামনে মোটরসাইকেল রাখা ছিল, এতে তার গাড়ি প্রবেশ করতে পারছিল না। এ নিয়ে মুসল্লি এবং রতন সিদ্দিকীর মধ্যে বাগবিতণ্ডা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক রতন সিদ্দিকীর মেয়ে পূর্ণাভা হক সিদ্দিকী ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেন ‘আমার বাবার ওপর আজকে হামলা করা হয় আমাদেরই বাসার সামনে।’
‘শুক্রবার জুমা’র পর আমাদের গেটের সামনে সাম্প্রদায়িক হামলা হয়, আমার বাবাকে ঘুষি দেয়, ধাক্কা দেয়, নাস্তিক মালাউন হিন্দু বলে অকথ্য ভাষায় গালি দেয়, আমার আম্মুকে অশ্লীল ভাষায় গালি দেয়, আমাদের ড্রাইভার এবং দারোয়ানের ওপর হামলা করে।’