স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে যুবলীগ নেতা পারভেজ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতা দেলোয়ার হোসেন দিলীপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশকে হত্যাকাণ্ডের বর্ণনা ও অন্য জড়িতদের নাম প্রকাশ করে জবানবন্দি দিয়েছে। প্রাপ্ত তথ্য মতে, বিভাগীয় নগরীর গন্ত্রপা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাতে যুবলীগ নেতা পারভেজ মঞ্জিল (৩৪)কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এস আই আনোয়ার হোসেন, এস আই নিরুপম নাগ, এস আই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহাসহ একদল চৌকস পুলিশ ফোর্স হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে গৌরিপুরের ডৌহাখোলা এলাকা থেকে হত্যাকাণ্ডের মূলহোতা দেলোয়ার হোসেন দিলীপ, শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেপ্তার করে। এ ছাড়া সাব্বির নামে আরও একজনকে র্যাবের একটি দল আটক করে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যার খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। গত শনিবার রাতে গৌরীপুরের ডৌহাখলা এলাকা থেকে হত্যাকাণ্ডের মূলহোতা দিলীপ ও শহিদকে গ্রেপ্তার করা হয়। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ছাড়া সাব্বির নামে আরও একজনকে র্যাব আটক করে। তাদেরকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।