দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব-প্রধানমন্ত্রী

দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব-প্রধানমন্ত্রী

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, তবে তাদের যতই কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা দেশ স্বাধীন করেছি। নিজের পায়ে দাঁড়াব। তিনি বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না।

কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল করতে পারে না, তখনই সমালোচনামুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না।