
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ছাত্রলীগ নেতার কবল থেকে কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন অভিযান পরিচালনা করে এ খাস জমি উদ্ধার করেন।
জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রমজান আলী কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২ একর জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন। মো. রমজান আলী ক্ষমতার দাপট দেখিয়ে সেখানে একটি পুকুরের শতাধিক সরকারি গাছ কেটে দখলকৃত জায়গায় দোকান, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা ভাড়া আদায় করে আসছিলেন। রমজান প্রতি দোকানদারের কাছ থেকে ৪ লাখ টাকা অগ্রিম বাবদ মাসে ৮ হাজার টাকা করে ভাড়া আদায় করতো।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, রমজান আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের জায়গা দখল করে সেখানে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন। আমরা অভিযান পরিচালনা করে পুরো জায়গাটা উদ্ধার করেছি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউপি সদস্য আবদুর শুক্কুরসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।