
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলাটি করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম। শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোমবার বিকালে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমান আনিস নিজের গায়ে আগুন দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
কিছুদিন আগে গাজী আনিস জাতীয় প্রেস ক্লাবে পাওনা টাকার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেন, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন। তিনি বলেছেন, ওই কোম্পানির কাছে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন।ওই কোম্পানি তা দিচ্ছে না। পাওনা পেতে তিনি এর আগে মানববন্ধন করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি।