মতিউল আলম, বিএমটিভি নিউজঃ মামলা প্রাপ্তির ২ দিনের মধ্যেই আজ সকাল ময়মনসিংহ জেলার ভালুকা থানার ৩ নং ওয়ার্ড, ভালুকা পৌরসভার চাপড়বাড়ী সাকিনস্থ বিবাদী আবু ইবনে মিরাজ খান (২৫) এর বাড়ী হতে অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী সুমাইয়া আক্তার শিমু (১৫) কে উদ্ধার করে পিবিআই, ময়মনসিংহ।
ভিকটিম সুমাইয়া আক্তার শিমু (১৫), ময়মনসিংহ জেলার -ভালুকার চাপড়বাড়ীর শিহাব উদ্দিনের কন্যা। সে ভালুকা চাপড়বাড়ী দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে লেখাপড়া করত। মামলার আসামী একই গ্রামের রফিকের ছেলে ইবনে মিরাজ খান (২৫),। ভিকটিমের পাড়া প্রতিবেশী। ভিকটিম সুমাইয়া আক্তার শিমু মাদ্রাসায় আসা যাওয়ার পথে বিবাদী আবু ইবনে মিরাজ প্রায় তাকে উত্ত্যক্ত করত এবং প্রেম নিবেদন করত। ভিকটিম সুমাইয়া আক্তার শিমু উক্ত বিষয়টি তার মা মোছাঃ নাসিমা (৩৪) কে জানালে তিনি বিবাদী আবু ইবনে মিরাজের অভিভাবকগণের নিকট বিষয়টি জানায়। এতে বিবাদী আবু ইবনে মিরাজের অভিভাবকগণ ভিকটিম সুমাইয়া আক্তার শিমুর মায়ের কথায় কর্ণপাত না করে, তারা ভিকটিমের মাকে তাদের বাড়ী হতে তাড়িয়ে দেয়। এতে বিবাদী আবু ইবনে মিরাজ ক্ষুব্ধ হয়ে ভিকটিম সুমাইয়া আক্তার শিমুকে রাস্তাঘাটে প্রায় সময় হুমকি দিয়ে বলে যে, তাকে তুলে নিয়ে তার সর্বনাশ করবে। উক্ত ঘটনায় ভিকটিম সুমাইয়া আক্তার শিমু ভয় পেয়ে কিছুদিন মাদ্রাসায় যাওয়া আসা বন্ধ করে দেয়। ঘটনার ২ দিন পূর্বে ভিকটিমের নানী অসুস্থ হওয়ায় ভিকটিম সুমাইয়া আক্তার শিমু তাকে দেখতে যায়। পরবর্তীতে ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ গত ০৩ জুন বিকাল সাড়ে ৫টায় ভিকটিম সুমাইয়া আক্তার শিমু তার নানীর বাড়ী হতে নিজ বাড়ীতে আসার পথে ভালুকা থানাধীন মল্লিকবাড়ী রোড সংলগ্ন পৌছা মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা বিবাদী আবু ইবনে মিরাজ সহ তার সহযোগিরা একটি কালো গ্লাসের প্রাইভেটকারে ভিকটিম সুমাইয়া আক্তার শিমুকে জোরপূর্বক তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ভিকটিম সুমাইয়া আক্তার শিমু বাড়ীতে না ফেরায় তার মা মোছাঃ নাসিমা তার নানীকে ফোন করে খবর নিলে ভিকটিমের নানী জানায় ভিকটিম সুমাইয়া আক্তার শিমু অনেক আগেই তাদের বাড়ী হতে চলে গেছে। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ও খোঁজাখুজি করে কোথাও ভিকটিম সুমাইয়া আক্তার শিমুকে না পেয়ে ভিকটিমের মা মোছাঃ নাসিমা বাদী হয়ে বিবাদী আবু ইবনে মিরাজ সহ তার মা, তার ভাই, চাচাত ভাই ও বন্ধুর বিরুদ্ধে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইঃ, ময়মনসিংহে পিটিশন মামলা নং-৮৯/২০২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ বিজ্ঞ আদালতে দায়ের করেন।
অ্যাডিশনাল আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, জনাব গৌতম কুমার বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিমুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক আজ সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ৩ নং ওয়ার্ড, ভালুকা পৌরসভার চাপড়বাড়ী সাকিনস্থ বিবাদী আবু ইবনে মিরাজ খান (২৫) এর বাড়ী হতে অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী সুমাইয়া আক্তার শিমু (১৫) কে উদ্ধার করেন।
উদ্ধারকৃত ভিকটিম সুমাইয়া আক্তার শিমু (১৫) কে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে সে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।