You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) নিরুপম নাগ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ময়মনসিংহ ফুলবাড়ীয়া রোডস্থ সুহিলা পশ্চিমপাড়া ছয়মাইল রফিকুল ইসলামের মুদির দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী তারিকুল ইসলাম তারেক(২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-সুহিলা পশ্চিমপাড়া পচা মন্ডলের বাড়ী মোফাজ্জল হোসেন মোফা(৩৭), পিতা-আঃ জলিল, সাং-বারুরী, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বযের নিকট হতে (৩+২)=০৫(পাঁচ)পুটলা হেরোইন ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মাসকান্দা গনসার মোড় সাকিনস্থ জনৈক খাইরুল(৩৪), পিতা-মোঃ হাবিল মিয়া, সাং-মাসকান্দা গনসার মোড়, গোরস্থান রোড, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর অটো গ্যারেজ এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১।মোঃ মাসুম(৪০), পিতা-মেন্দু মিয়া, সাং-মাসকান্দা গনসার মোড়, গোরস্থান রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০(দশ)পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০১(এক)গ্রাম উদ্ধার করা হয়। ০১জন আসামী পালিয়ে যায়।
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বিজয়নগর গ্রাম হতে নিয়মিত মামলার আসামী ১। আনোয়ার হোসেন ওরফে আনু(২০), পিতা-কাশেম আলী, সাং-বিজয় নগর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট নুর হোসেনের চায়ের দোকানের সামনে হইতে ছিনতাইকারী সানাউল্যাহ হক (৩১), পিতা-মোঃ আনোয়ারুল ইসলাম @ হান্নান, সাং-ছত্রিশ শেওরা ধোবাখোলা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা ০২জন পালিয়ে যায়।
এএসআই(নিঃ) সোহেল রানা অত্র থানাধীন কোতোয়ালী থানাধীন চরপাড়া মোড় এলাকা হতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী হারুন অর রশিদ(৫১), পিতা- মোঃ ইমান আলী, সাং-চরপাড়া প্রাইমারী স্কুল রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হতে নিয়মিত মামলার আসামী ১। রহিম উদ্দিন (৩৫), পিতা- ছাহের উদ্দিন, মাতা-খোদেজা বেগম, সাং-আব্দুল্লাহপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান, জহিরুল ইসলাম, এএসআই রেজাউল করিম, আবুল কালাম আজাদ, হযরত আলী, আব্দুস ছাত্তার, সাইফুল ইসলাম-২ প্রত্যেকে মোট ৮টি সিআর এবং এসআই ফারুক আহম্মেদ ০১টি জিআর বডি মোট ০৮টি সিআর এবং ০১টি জিআর বডি তামিল করা হয়।
সিআর বডি ০৮ জন হলেন, বিদ্যাগঞ্জের মোঃ মাহমুদুল হাসান, আজমতপুরের সবুজ মিয়া পন ঘাগড়ার মোঃ ফকর উদ্দিন, আকুযার ৮৪, ফুলবাড়ীয়া রোডের রমজান আলী,আকুয়া মধ্যপাড়া, থা। রমজান আলী, আকুয়া মধ্যপাড়া, মোঃ রমজান আলী, ৮৪, ফুলবাড়ীয়া রোড, রমজান আলী। জিআর বডি ১ জন হলেন-সেহড়া ধোপাখোলা, সহিদ হাসান।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।