দুই হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো

দুই হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   দুই হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কারিগরির ৬৬৫ টি। বাকীগুলো সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসা। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন শেষে ২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দুপুরে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এই তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন শেষে এটি চূড়ান্ত করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।##