You must need to login..!
Description
মতিউল আলম, জীবণের ঝুঁকি নিয়ে করোনাকালে নিরবচ্ছিন্ন গরীব দু:স্থ্য রোগীর চিকিৎসাসেবা প্রদান করায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ হরি শংকর দাশকে এবং করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুবুল আলম লায়ন্স গভর্ণর সন্মাননা লাভ করেছেন।
ময়মনসিংহ মহিলা মহাবিদ্যালয়ে ৫ নভেম্বর সন্ধ্যায় এক অনুষ্ঠানে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন লায়ন্স জেলা ৩১৫ এ৩ এর জেলা গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন।
লায়ন ড. অধ্যক্ষ শাহাব উদ্দীনের সভাপতিত্বে এবং ক্লাবের সম্পাদক লায়ন রিয়াদ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এসকে কামরুল, লায়ন্স এনামুল হক মামুন, লায়ন্স ক্লাব অব ময়মনসিংহের সিনিয়র নেতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ হরি শংকর দাস, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহবুবুল আলম, লায়ন মিজানুর রহমান খান, লায়ন অধ্যক্ষ গোলাম সরওয়ার, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, লায়ন স্বপন সেনগুপ্ত, লায়ন ডাক্তার শারমিন সুলতানা, লায়ন মনিরুজ্জামান, লায়ন সিরাজুল ইসলাম এনামুল সহ আরো অনেক গণ্যমান্য সদস্যবৃন্দ।
লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ তার ঐতিহ্যগত ধারাবাহিকতায় সেবা মাস কার্যক্রমের অংশ হিসেবে ৫ নভেম্বর দিনব্যাপী ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রান্তে নানা রকম সেবা কার্যক্রমে অংশ গ্রহন করেন গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশন। এর মাঝে উল্লেখযোগ্য বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও খাবার পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের দন্তরোগ পরীক্ষা ও দন্তসেবা সামগ্রী বিনামূল্যে বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষু শিবির, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। দিনব্যাপী এ সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন লায়ন্স জেলা ৩১৫ এ৩ এর জেলা গভর্ণর লায়ন অ্যাডভোকেট সেলিমা রওশনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।