রংপুর ও সিলেট বিভাগে আনসার ভিডিপি বাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ পালন

রংপুর ও সিলেট বিভাগে আনসার ভিডিপি বাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ পালন

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারা দেশ ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে রংপুর ও সিলেট বিভাগের সকল উপজেলা ও ইউনিটে একযোগে পালন করা বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২২। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে চায়না-থ্রি জাতের ১টি লিচু চারাগাছ লাগিয়ে রংপুর রেঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ও ভিডিপি বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস। আনসার ও ভিডিপি বাহিনীর রংপুর বিভাগের এ কর্মসূচীর আওতায় বাহিনীর সকল জেলা,উপজেলা ও আনসার ব্যাটালিয়ন ইউনিটসহ উত্তরাঞ্চলীয় আনসার ভিডিপি ক্লাব-সমিতির অফিস চত্বরে ফলজ,বনজ ও ভেষজ তিন ধরনের গাছের চারা রোপন করা হয়।
আনসার ভিডিপির রংপুর জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র মাহিগঞ্জ মাঠে ৬/৭/২২ তারিখ সকাল ৯টায় রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ নিজে উপস্থিত থেকে চারাগাছ লাগান ও দিকনির্দেশনা প্রদান করেন।এ কর্মসূচীতে বাহিনীর রংপুর রেঞ্জ ও জেলার কর্মকর্তা,কর্মচারীদের মধ্যে অংশগ্রহণ করেন,রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান ও সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মাহবুব উজ জামান,রংপুর সার্কেল মোঃ রাসেল আহমেদ ও সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সেকেন্দার আলী, উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন পদস্থ ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ প্রমুখ।এ সময় আমাদের দেশের মাটি ও মানুষের সবুজ শ্যামল মাতৃভূমির জন্য রোপিত বৃক্ষ সমূহ নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও সুরক্ষাকল্পে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট প্রধানগন,সকল কর্মকর্তা,কর্মচারী এবং সাংগঠনিক ক্লাব সমিতির নেতৃবৃন্দকে পরামর্শ ও দিক নির্দেশনা দেন রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ।
প্রতি বছরের ন্যয় এ বছরেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর কর্মপরিকল্পনা করে। এ কর্মসূচীর আওতায় বাহিনীর আনসার- ভিডিপি একাডেমীসহ বিভিন্ন জেলা,উপজেলা,আনসার ব্যাটালিয়ন ইউনিট ও আনসার ভিডিপি ক্লাব-সমিতির নিজস্ব জায়গা জমিতে ফলজ,বনজ ও ভেষজ চারাগাছ রোপণ করা হয়। আনসার ভিডিপির সদর দপ্তরের পরিকল্পিত ও নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুলাই বাহিনীর বৃক্ষরোপণ অভিযান শেষ হবে।

সিলেট রেঞ্জে বৃক্ষ রোপণ,,,,,,

*রোগ মুক্ত জীবন চাঁন
ভেষজ গাছ বেশী লাগান।
*জীবিকার জন্য গাছ
জীবনের জন্য গাছ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ আবুল হাসান ফরিদী ও সিলেট জেলা কমান্ডেন্ট,সার্কেল এডজুটেন্ট গণের উপস্থিতি গাছের চারা রোপন করা হয়।সিলেট সদর উপজেলার রেঞ্জ উপ-মহাপরিচালক ও জেলা কমান্ড্যান্টের নির্দেশক্রমে সিলেট রেঞ্জ,জেলা,উপজেলা,আনসার ইউনিট ও আনসার-ভিডিপির ক্লাব সমিতিতে নিজ নিজ অবস্থান থেকে গাছের চারা রোপন করা হয়। এ সময় বাহিনীর বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, কর্মচারী,আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।