আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠিত বিসিএল গ্রুপে ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ ছাড় দিয়েছে বগুড়ার বিসিএল সুপার স্টোর। এ স্টোরে তৈরী পোশাক,জুতা,সেন্ডেলসহ গ্রোসারি পণ্য এ ছাড়ের আওতায় রয়েছে।এছাড়া বিশেষ কার্ডধারী সদস্যদের জন্যও রয়েছে কেনাকাটায় বিশেষ ছাড়।দেখা যায়,ঈদ উল আজহা উপলক্ষ্যে টিএমএসএস এর বিসিএল সুপার শপে ঈদের রাত পর্যন্ত তৈরী পোশাকে ১০শতাংশ,জুতা সেন্ডেলে ৮শতাংশ ও গ্রোসারি শপে ২০০০ টাকার পণ্য কিনলেই ক্রেতারা পাবেন ২শতাংশের ডিসকাউন্ট।এছাড়া যারা বিশেষ কার্ডধারী রয়েছেন তারা জুতা সেন্ডেলে ৮শতাংশ,খেলনা,শো পিস ও ইমিটেশনে ৮ শতাংশ,ব্র্যান্ডের পারফিউম ও ঘড়িতে ৫শতাংশ এবং হোম এপ্লাইন্সে পাবেন ২শতাংশ ছাড়।এবারের ঈদে বরাবরের মতই বিসিএল সুপার স্টোরে পাঞ্জাবি,টিশার্ট,শিশুদের পোশাক ও থ্রিপিচ পোশাক বেশি বিক্রি হচ্ছে।পাঞ্জাবি কিনতে আসা এক ক্রেতা জানান,যেহেতু এবারের ঈদ গরমের মৌসুমে হালকা কাজের মধ্যে আরামদায়ক পাঞ্জাবি নিতে বিসিএল সুপার স্টোরে এসেছি।এদের পাঞ্জাবি বেশ ভাল ও ব্যবহারের জন্য আরাম দায়ক।পরিবারের সদস্যদের জন্য টিশার্ট কিনতে আসা জনৈক ব্যক্তি জানান,প্রতি বছর পরিবারের ছেলে সদস্যদের জন্য টিশার্ট কিনতে এখানে আসি।এখানে টিশার্ট দাম অনুযায়ী বেশ উন্নতমানের ও মার্জিত।গ্রোসারি ক্যাটাগরিতে ক্যাশিয়ারের দায়িত্বে থাকা আশিক জানান,ঈদ উপলক্ষ্যে বিভিন্ন ধরণের মসলা বেশি বিক্রি হচ্ছে।এছাড়া কসমেটিকস,প্রসাধনী সামগ্রীতে ক্রেতাদের চাহিদা বেড়েছে। তারা ২০০০ টাকার পণ্য কিনলেই ২শতাংশ ছাড় পাচ্ছেন।বিসিএল সুপার স্টোরের ম্যানেজার মাসুদ রানা বলেন,ঈদ উপলক্ষ্যে ভালই বিক্রি হচ্ছে। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতাদের চাপ বেশি থাকে। ক্রেতারা সাধ্যের মধ্যে যেন ভাল জিনিস কিনতে পারে সেটা মাথায় রেখেই আমরা পন্য বিক্রয় করে যাচ্ছি।