ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসছে। কিছুক্ষণের মধ্যে রেল যোগাযোগ সচল হবে।