ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই(নিঃ) শাহ জালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় হতে ডাকাতির চেষ্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। আরিফ হোসেন (২১), পিতা-ফরহাদ, সাং-কৃষ্টপুর বৌ বাজার, ২। শুভ (২২), পিতা-নজরুল ইসলাম, সাং-আটানী পুকুরপাড়, ৩। জহিরুল ইসলাম (২১), পিতা- কামাল হোসেন, সাং-কৃষ্টপুর, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় হইতে নারী ও শিশু নির্যাতন আইনের যৌতুক মামলার আসামী ১।মোঃ আলাল উদ্দিন মন্ডল (৪৫), পিতা-মোঃ সাবান আলী মন্ডল, সাং-দিঘারকান্দা, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। মোঃ শহিদ (৩৬), পিতা-মৃতঃ ইউসুফ মিন্ত্রী, সাং-আটানি পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শাওন চক্রবর্তী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার জয়বাংলা চত্ত¡রের সিএনজি বাস স্ট্যান্ডএর সামনে খোলা জায়গার উপর হতে দস্যুতা চেষ্টা মামলার আসামী বলাশপুরের মোঃ জুয়েল হোসেন ওরফে রয়েল (৩০)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে (১) একটি চাকু, যার খোলা অবস্থায় লম্বা অনুমান ৭.৫ (সাত দশমিক পাঁচ) ইঞ্চি, বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৪ (চার) ইঞ্চি, যাহার উপরে সোনালী রংয়ের আস্তরন আছে, এবং ধৃতআসামীর পকেট হতে (২) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের নগদ ৪৮০/- (চারশত আঁশি) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মুক্তাগাছা সড়কের নিউ সুপার মার্কেট আহনাফ টেলিকম দোকানের সামনে পাকা রাস্তার উপর দস্যুতা চেষ্টা মামলার আসামী পাটগুদাম রোড (পাটগুদাম দুলদুল ক্যাম্প) মোঃ পাপ্পু মিয়া(২০), কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে কটি স্টীলের ফোল্ডিং চাকু, যার খোলা অবস্থায় লম্বা অনুমান ৬.৫ (ছয় দশমিক পাঁচ) ইঞ্চি, বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৩.৫ (তিন দশমিক পাঁচ) ইঞ্চি, যাহার এক পাশ ধারালো, প্লাস্টিকের বাটের অংশে কালোর উপর হালকা খয়েরী রংয়ের উদ্ধার করা হয়।

এএসআই(নিঃ) সোহেল রানা অত্র থানাধীন সেহড়া ধোপাখলা মোড় পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারায় অপরাধ করায় আসামী পুরোহিতপাড়ার সোহাগ (২২),কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান ০১টি জিআর সাজা বডি তামিল করেন। জিআর সাজা বডি ০১ জন হলেন,মাসকান্দা গনসার মোড়ের আলমগীর হোসেন।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার