স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ময়মনসিংহে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা (২য় পর্যায়) চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আয়োজনে (১০ জুলাই) শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান। অনুষ্ঠানে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৬৭ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর উদ্যোগে এই বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে সাধ্যমত চেষ্টা ও আর্থিক সহায়তা করে আসছে। সাংবাদিকদের কল্যাণেও পিছিয়ে নেই সরকার। সাংবাদিকরা দেশের উন্নয়নে তাদের লেখনী ও পরামর্শের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।