ময়মনসিংহে সিগারেট কেনা নিয়ে বিরোধে গুলিতে যুবক আহত

ময়মনসিংহে সিগারেট কেনা নিয়ে বিরোধে গুলিতে যুবক আহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ঈদের দিন সকালে ময়মনসিংহে সিগারেট কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাদশা মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদশা মিয়া নগরীর ৮৪ নম্বর জেসিগুহ রোড এলাকার মিনার হোসেনের ছেলে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বাদশা মিয়াকে হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এখনো সেখানে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার একটি দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।##