বগুড়ায় ড.এনামুল হকের প্রতি শ্রদ্ধা জানালেন টিএমএসএস পরিবার

বগুড়ায় ড.এনামুল হকের প্রতি শ্রদ্ধা জানালেন টিএমএসএস পরিবার

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান,প্রথিতযশা ব্যক্তিত্ব বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড.এনামুল হক আর নেই।বগুড়ার টিএমএসএসের মম-ইন বিনোদন জগতে তাঁর স্থাপিত ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী তাঁরই স্থাপত্য কৌশলে নির্মাণাধীন নামফলক স্তম্ভে আজ ১২ জুলাই  ফুলেল শ্রদ্ধা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড.এম.আজিজুর রহমান,প্রফেসর ড.ইয়াসমিন আরা লেখা,উপাচার্য ও উপ-উপাচার্য,উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সভ্য রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী,টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম প্রমূখ।বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড.এনামুল হকের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।